শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

|

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হেনেছে ৭ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। খবর রয়টার্স’র।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে ‍সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply