সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীসহ ১৫ লাখ মানুষের স্বাস্থ্যবিষয়ক তথ্য চুরি করেছে হ্যাকাররা। দেশটির স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
এ ঘটনার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানায় কর্তৃপক্ষ। কারা এ হ্যাকিংয়ে জড়িত সে ব্যাপারেও নিশ্চিত নয় সরকার। তবে বিষয়টিকে যথেষ্ট স্পর্শকাতর হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে জানানো হয়, চলতি বছর ১ মে থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। সিঙ্গাপুরের হাসপাতালগুলোর বর্হিবিভাগের রোগীদের ব্যক্তিগত তথ্য ও প্রেসক্রিপশন রেকর্ড চুরি করে হ্যাকাররা।
এ ঘটনার জন্য এরইমধ্যে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ং। প্রধানমন্ত্রী লী জানান, ঠিক কি তথ্য খুঁজতে হ্যাকাররা চুরি করেছে সেটি বোঝা যাচ্ছে না।
Leave a reply