যুক্তরাষ্ট্রের মিসৌরিতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা ১৭ তে পৌঁছেছে। মঙ্গলবারের দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের ৯ জনের ।
শুক্রবার দুর্ঘটনাস্থলে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে কয়েকশ’ মানুষ। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে এক মাসের মধ্যে। তবে চুড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক বছর।
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, ডুবে যাওয়া নৌকাটির উদ্ধার কাজও পড়বে তদন্ত কার্যক্রমের আওতায়।
গেলো মঙ্গলবার মিসৌরির ব্র্যানসন শহরের টেবল রক লেকে ৩১ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। চলতি বছর যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে ঘটে যাওয়া সবচেয়ে বড় দুর্ঘটনা এটি।
Leave a reply