ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের নির্দেশ আদালতের

|

অবিলম্বে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরীকে ক্ষমতা থেকে অপসারণের নির্দেশ দিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। বুধবার (১৮ জানুয়ারি) কট্টর ডানপন্থী এই নেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর রয়টার্সের।

শাস্ পার্টির এই রাজনীতিক একইসাথে পালন করছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও। চুক্তি অনুসারে দুই বছর পর কট্টর ডানপন্থী এই নেতার কাছে যাওয়ার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের শাসনভারও।

শুনানিতে গেলো বছর করফাঁকির অভিযোগ স্বীকার করে নেন দেরী। জানান, কারাদণ্ডের শাস্তি এড়াতে তিনি দিয়েছেন ঘুষও। সব নথিপত্র বিবেচনার পর বিচারপতিরা পর্যালোচনা দেন, অযৌক্তিকভাবে দেরীকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। শিগগিরই তাকে অপসারণ করা হোক। এরপরই এগোবে পরবর্তী বিচার প্রক্রিয়া।

এদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কী সিদ্ধান্ত এসেছে, সেটি জানা যায়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর প্রস্তাব তোলেন নেতানিয়াহু, সেটির পেছনে মূল কলকাঠি নেড়েছেন দেরী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply