উত্তরপ্রদেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে গুলি করে হত্যা

|

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৫ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বুধবার ভারতের উত্তরপ্রদেশের ভাদোহীতে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম অনুরাধা বিন্দ। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বুধবার চাচাতো বোন নিশার সঙ্গে কোচিং ইনস্টিটিউট থেকে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ওই যুবকের নাম অরবিন্দ বিশ্বকর্মা।

পুলিশ জানায়, ২২ বছর বয়সী অরবিন্দ সম্প্রতি অনুরাধাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু অনুরাধা জানিয়েছিলেন অরবিন্দের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই। এরপরই ক্ষিপ্ত হয়ে অনুরাধাকে খুনের ছক কষেছিলেন অরবিন্দ।

পুলিশ সুপার অনিল কুমার জানান, বুধবার সন্ধ্যায় বন্দুক হাতে অনুরাধার কোচিং থেকে ফেরার রাস্তায় অপেক্ষা করছিলেন অরবিন্দ। অনুরাধাকে দেখে একেবারে সামনে থেকে মাথায় গুলি করেন তিনি। এরপরই তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুরাধার। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply