যুক্তরাষ্ট্রে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক নারীকে। সোমবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কের লং আইল্যান্ড মহাসড়কে হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।
স্থানীয় গণমাধ্যম জানায়, মহাসড়কে ব্যাক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন সুসান ডেনিস। হঠাৎ করেই গাড়িটির ইঞ্জিন গরম হয়ে উল্টে যায়। তারপরই ভয়াবহ আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে যায় আকাশ পর্যন্ত। সেই জ্বলন্ত গাড়ি থেকে ৫৬ বছর বয়সী সুসান ডেনিসকে টেনে বের করেন স্থানীয় বাসিন্দারা।
এরপর গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এটিএম/
Leave a reply