প্রাণীর পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশ নির্ভর আর হতে হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, এখন দেশেই তৈরি হবে প্রাণীর উন্নত গুণসম্পন্ন খাবার। এতে করে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে যে অর্থ ব্যয় হতো, দেশে কারখানা তৈরি করায় সেটি রোধ হবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সাভারের আদর্শ প্রাণী খাদ্য কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
এএআর/
Leave a reply