অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রূপরেখা গ্রহণ করলো উত্তর কোরিয়া

|

মহামারিতে কোণঠাসা অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রূপরেখা গ্রহণ করলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত দু’দিন এ ইস্যুতে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির জরুরি বৈঠক ছিল। তাতে, সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। নেতৃত্ব দেন মন্ত্রিসভার প্রধান কিম তক হন।

তিনি বলেন, ২০২২ সালে করোনায় সবচেয়ে খারাপ বিপর্যয় দেখেছে উত্তর কোরিয়া। এর ফলে কোণঠাসা অর্থনীতি। সেই ধাক্কা কাটাতেই স্বাভাবিক করা হবে শিল্প উৎপাদন প্রক্রিয়া। ধাতু কারখানা, লোহার খনি এবং ইস্পাত প্ল্যান্ট শক্তিশালীকরণের ওপরও জোর দেন তিনি।

তিনি আরও বলেন, খুব শিগগিরই পূণাঙ্গ সক্ষমতা নিয়ে রাসায়নিক প্রস্তুত কারখানাগুলো কাজ শুরু করবে। এ সময় পর্যালোচনা করা হয় বাজেট, অর্থনৈতিক নীতিমালা এবং ব্যক্তিগত পর্যায়ের পরিবর্তন নিয়েও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply