চুয়াডাঙ্গায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুদি ব্যবসায়ী হাসিবুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার আইলহাস গ্রামের হোসেনপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসিবুল ইসলাম উপজেলার আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো গতকালও হাসিবুল বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। তারপর আজ সকালে খবর পাওয়া যায় হোসেনপুর মাঠে তার মরদেহ পড়ে আছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে হাসিবুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নারী ঘটিত কোন শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply