সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো:

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুসারে, স্নিগ্ধা (এসি) সিটের ভাড়া ৮০ টাকা ও নন এসি টিকিটের ভাড়া ২৫ টাকা বাড়ছে।

বাড়তি ভাড়া আগামী ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সামঞ্জস্য করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী শোভন চেয়ার ৪০৫ টাকা আর স্নিগ্ধা (এসি) সিটের ভাড়া ৮০৫ টাকা। এতদিন ধরে শোভন চেয়ার ছিল ৩৮০ টাকা আর স্নিগ্ধা আসনপ্রতি ছিল ৬৩০ টাকা। অর্থাৎ, শোভন চেয়ারের ভাড়া ২৫ টাকা আর স্নিগ্ধার ভাড়া ৮০ টাকা বেড়েছে।

চট্টগ্রাম রুটে চলাচলকালী সুবর্ণ এক্সপ্রেস আর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বিরতিহীন। তবে এতদিন সুবর্ণর চেয়ে সোনার বাংলার টিকিটের দাম বেশি ছিল। সুবর্ণর টিকিটের দাম বাড়ায় এখন থেকে দু’টি ট্রেনের টিকিটের দামই এক হলো।

এনএএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply