শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের ভোগান্তি বাড়াবে: নজরুল ইসলাম খান

|

নজরুল ইসলাম খান। ফাইল ছবি।

শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি জনিত সরকারের সিদ্ধান্তে পণ্যের দাম বাড়বে। এতে বাড়বে জনগণের ভোগান্তিও। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার অভাবের কারণেই এই দায়িত্বহীনতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২০ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, সরকার অন্যায়, অনাচার ও লুট করেছে। আর কয়েক কোটি মানুষ দরিদ্র হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাদের দেশের বাইরে কী পরিমাণ সম্পদ তা আজ প্রকাশ হতে শুরু করেছে। সরকারের সিদ্ধান্ত জনগণের ভোগান্তি আরও বাড়াবে। অর্থপাচারকারীদের ধরার দায়িত্ব সরকারের প্রতিষ্ঠানগুলোর। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সেই সরকার অর্থপাচারকারীদের চিহ্নিত করে বিচার করবে।

তিনি আরও বলেন, দেশের চরম সর্বনাশের আগেই সরকারের পদত্যাগ ঘটাতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের দখলে থাকবে রাজপথ: সিপিবি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply