ইউক্রেনে ‘লেপার্ড-টু’ ট্যাংক সরবরাহ নিয়ে দ্বিধায় জার্মানি

|

জার্মানির অত্যাধুনিক সমরাস্ত্র লেপার্ড-টু ট্যাংক ছবি : সংগৃহীত

ইউক্রেনে নতুন সামরিক সহায়তা প্যাকেজে জার্মানির অত্যাধুনিক সমরাস্ত্র লেপার্ড-টু ট্যাংক সরবরাহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শুক্রবার (২০ জানুয়ারি) রামস্টেইন বিমান ঘাঁটির জরুরি বৈঠকেও এনিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ন্যাটো মিত্ররা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, যুদ্ধাস্ত্র দেয়া নিয়ে রাশিয়ার হুঁশিয়ারির পর মিত্র দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। প্রস্তুতকারী দেশ জার্মানিও কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। যদিও বার্লিনের পক্ষ থেকে একতরফা বাঁধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা দফতর। তাদের দাবি- মিত্র দেশগুলো সম্মত হলে ট্যাংক সরবরাহে প্রস্তুত তারা। অস্ত্র সরবরাহ নিয়ে এ মতবিরোধ ন্যাটো জোটের মধ্যে বিভাজনের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।

এদিকে বার্লিনের দ্বিধাগ্রস্ত মনোভাবের তীব্র সমালোচনা করেছে কিয়েভ। লেপার্ড-টু কেবলমাত্র প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হবে বলেও আশ্বস্ত করেছে জেলেনস্কি প্রশাসন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পস্তোরিয়াস বলেন, আমরা কাউকে ভয় পাই না। কিন্তু দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ইউরোপ অঞ্চলে যেকোনো বিষয় চূড়ান্ত করার আগে পক্ষে-বিপক্ষে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিতে হয়। আশা করছি, দুয়েকদিনের মধ্যেই একটা কিছু জানাতে পারবো। আগেও বলেছি, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে সব রকম সহায়তা চালিয়ে যাওয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply