সামরিক ব্যয় বাড়াচ্ছে ফ্রান্স, বাহিনীর আধুনিকায়নে গুরুত্ব দেয়া হচ্ছে

|

ফ্রান্সে সামরিক ব্যয় বাড়ানোর উদ্যোগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফরাসি সেনাবাহিনীকে পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষাও জানান তিনি।

শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির মন্ট-ডি-মারসান বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। সেখানে দেয়া ভাষণে বলেন, আগামি বছরগুলোয় সামরিক বাহিনীর বাজেট বাড়ানো হবে এক-তৃতীয়াংশেরও বেশি। ২০২৪ থেকে ৩০— সাত বছরে সামরিক বাজেট দাঁড়াবে ৪১৩ বিলিয়ন ইউরোতে। আগের মেয়াদে যা ছিল ২৯৫ বিলিয়ন ইউরো। এতে বার্ষিক ব্যয় বাড়বে ২৮ দশমিক ৫ শতাংশ। বছরে ৪৯ দশমিক ২ বিলিয়ন ইউরো থেকে বেড়ে ব্যয় দাঁড়াবে ৬৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে।

ড্রোন, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা বিভাগ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়ন ঘটানো হবে বলে উল্লেখ করেন ম্যাকরন। রুশ-ইউক্রেন যুদ্ধ মাথায় রেখে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির কথা জানান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাকরন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের নতুন করে ভাবাচ্ছে। এটাই সময় ফরাসি সেনাবাহিনী পুনর্গঠন ও আধুনিকায়নের। ফ্রান্সের স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি ও অবস্থানের সুরক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানো হবে। যাতে নতুন শতকের যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারে আমাদের সেনারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply