ফের বোমার আতঙ্কে জরুরি অবতরণ করলো ভারতগামী বিমান

|

আবারও বোমাতঙ্কের কারণে একটি ভারতগামী বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। বিমানে বোমা রাখা আছে এমন সংবাদ পাওয়ার পর রাশিয়ার মস্কো থেকে ভারতের গোয়াগামী একটি চাটার্ড বিমানকে উজবেকিস্তানে জরুরি অবতরণ করানো হয়েছে। তবে বিমানের সব যাত্রীই সুরক্ষিত আছে বলে জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার মস্কো থেকে ২৪৭ জনকে নিয়ে গোয়ায় আসছিল আজুর এয়ার বিমান সংস্থার ওই বিমান। স্থানীয় সময় ৪টা ১৫ মিনিটে বিমানটির গোয়াতে নামার কথা ছিল। তবে রাত সাড়ে ১২টায় হঠাৎ বিমানবন্দরে একটি মেইল আসে। সেখানে বলা হয়, ওই বিমানের মধ্যে বোমা রাখা আছে। এই হুমকি মে্ইল আসার পরই সেটিকে ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে মেইলটি কে পাঠিয়েছে তা এখনও জানা যায়নি।

চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার ঘটলো এ ধরনের ঘটনা। এর আগে গত ৯ জানুয়ারি গোয়াগামী আরও একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজরাটের জামনগর বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। পরে জানা যায়, বোমার কথা বলে বিমানবন্দরে যে ফোন আসে সেটি ছিল ভুয়া।

এ ঘটনায় ২৪ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়। জানা যায়, বন্ধুকে তার দুই বান্ধবীর সাথে বেশি সময় কাটানোর সুযোগ করে দিতে এ ঘটনা ঘটিয়েছে সে। তবে এর কয়েক দিনের মাথায় ফের এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন বিমান যাত্রীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply