গর্ভপাত বন্ধের আইনকে স্বাগত জানিয়ে ‘জীবনের জন্য পদযাত্রা’ নামে র্যালি হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। খবর ওয়াশিংটন পোস্টের।
শুক্রবার (২০ আনুয়ারি) রাজ্যটির জাতীয় উদ্যানে শুরু হয় মার্চ ফর লাইফ।
গত বছরের জুনে সুপ্রিম কোর্টে ৫০ বছরের পুরনো ঐতিহাসিক রো বনাম ওয়েড নামের গর্ভপাত আইন বাতিল হওয়ার পর, এই প্রথমবার গর্ভপাত বিরোধী বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। যাতে অংশ নেন কয়েকশত সমর্থক।
বিপরীতে পুরোনো আইন বাতিলে বিক্ষুদ্ধ বিরোধীরা। তাদের অভিযোগ, কোনো নারীকেই মা হতে বাধ্য করা উচিত নয়।
প্রসঙ্গত, গর্ভপাতের সাংবিধানিক অধিকার না থাকায় যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো এ ব্যাপারে তাদের নিজস্ব আইন তৈরি করছে। ফলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার। কিছু রাজ্যে এরইমধ্যে গর্ভপাতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের মতো আইনও তৈরি করেছে।
/এসএইচ
Leave a reply