বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বকে মনে রাখতে সংস্থাটিকে মেগা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গের সাথে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠক করেন অর্থমন্ত্রী। এ সময় বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হওয়ায় প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবেলা খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোভিড ভ্যাকসিন ক্রয়ে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান।
অর্থমন্ত্রী দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগে বিশ্বব্যাংকের আরও জোরদার ও ফলপ্রসূ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে এবং বিশ্বব্যাংকের সাথে ৫০ বছরের অংশীদারিত্বকে মনে রাখতে মেগা প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসতে অনুরোধ জানান আ হ ম মুস্তফা কামাল।
/এম ই
Leave a reply