বাইডেনের বাড়িতে আবারও তল্লাশি, পাওয়া গেলো ৬টি গোপন নথি

|

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে তল্লাশির পর মিলছে আরও ৬টি গোপন সরকারি নথি। শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তার আইনজীবী। খবর বিবিসি’র।

শুক্রবার (২০ জানুয়ারি) নতুন করে তল্লাশি চালানো হয়েছে বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে। সেখানে পাওয়া নথিগুলোর কয়েকটি বাইডেন মার্কিন সিনেটর থাকাকালীন। বাকিগুলো ওবামা প্রশাসনে তার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়ের। বাইডেনের নিজ হাতে লেখা কিছু নোটও আছে।

বাইডেনের আইনজীবী জানান, কর্মকর্তাদের নিজ বাড়িতে তল্লাশির অনুমোদন দিয়েছেন বাইডেন। এর আগে মার্কিন প্রেসিডেন্টের বাড়ি ও সাবেক কার্যালয় থেকে উদ্ধার করা হয় আরও কিছু সরকারি নথি।

ফেডারেল গোয়েন্দাদের একটি দল তদন্ত করছে বিষয়টি। তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছে বাইডেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, গত আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়ে বহু স্পর্শকাতর নথি উদ্ধার করে এফবিআই।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply