ভারতে বিচারাধীন অবস্থায় লাপাত্তা ই-অরেঞ্জের অংশীদার সোহেল রানা

|

ছবি: সংগৃহীত

ভারতে বিচারাধীন অবস্থায় লাপাত্তা হয়ে গেছেন ই-অরেঞ্জের অংশীদার ও চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা সোহেল রানা। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি পুলিশ সদর দফতরের এক প্রতিবেদনে হাইকোর্টেকে জানানো হয়, আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সোহেল। তবে খোঁজ নিয়ে জানা যায়, রানার এই অবস্থান প্রায় ৪২ দিন আগের। বর্তমানে জামিন পেয়ে নিখোঁজ আছেন তিনি।

গত বছর ফেব্রুয়ারিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা দেয় জলপাইগুড়ি আদালত। এরপর থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে ছিলেন অভিযুক্ত সোহেল রানা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ডিসেম্বরে জামিনের আবেদন করেন তিনি।

মেখলিগঞ্জ থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা দিতে হবে এবং থানা এলাকার বাইরে যাওয়া যাবে না, এমন শর্তে গত ৮ ডিসেম্বর তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে হাজিরার বদলে মাত্র একবার ইমেইলে জানান, শারীরিক অবস্থার অবনতির জন্য উন্নত চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজও থানায় ইমেইল করেন।

তবে অবস্থান সম্পর্কে জানাননি কোনো তথ্য। এরপরই চলতি জানুয়ারি মাসে সোহেল রানার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত নন বলে হাইকোর্টের প্রতিবেদন দাখিল করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ই-অরেঞ্জ কাণ্ডের পর ভারতের শিলিগুড়ি হয়ে নেপালে কথিত বোনের কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সোহেল রানা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply