নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিললো চালকের মরদেহ; উদ্ধার হয়নি অটোরিকশা

|

গাইবান্ধায় নিখোঁজের ৬ দিন পর একটি পুকুর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় কনক মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে অটোরিকশাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার স্বপন মিয়ার পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন জানান, পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় কনকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১৯ জানুয়ারি থানায় একটি জিডি করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের পর কনক মিয়াকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়। এছাড়া তার মৃত্যুর ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে অটোররিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় কনক। এরপর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। অটোরিকশা নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তিসহ অটোরিকশাটি উদ্ধারের দাবিও জানান তারা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply