সাধারণ সদস্যদের সাথে মিল রেখে জতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, আসন সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নিত করে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন সংশোধনের প্রস্তাব চুড়ান্ত করেছে কমিশন। যা এরমধ্যে সংসদে বহাল রয়েছে।
উল্লেখ্য, এর আগে সংবিধান সংশোধিত হয়ে ৫০ জন নির্বাচিত হলেও নির্বাচন আইনে তা আগের মতো ৪৫টি আসন ছিল।
মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, জামানত ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। নির্বাচনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। যা আগে ছিল ৪৫ দিন এখন তা ৯০ দিনে নেয়া হয়েছে। এছাড়া সংশোধনী প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে পাশের জন্য সংসদ পাঠানো হবে।
/এমএন
Leave a reply