যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বহু। তবে কারোর মৃত্যু হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ঘটে এ ঘটনা। এখনও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওই অঞ্চলের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, বন্দুক হাতে তিনজন ব্যক্তি ওই রাতে আমার দোকানে ঢুকে পড়ে। আমাকে বন্দুকের মুখে জিম্মি করে দোকানের সমস্ত দরজা-জানালা বন্ধ করে দিতে বলে। তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, প্রতি বছরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপিত হয়। প্রায় ১ লাখ মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে প্রায় ৬০ হাজার মানুষের বাস। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসীই এশিয়ান।
এসজেড/
Leave a reply