সিলেট ব্যুরো:
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে শুরু হয় ধর্মঘট। পরে সকাল সাড়ে দশটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এতে সিলেটে ফের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকেই শুরু হয় ভোগান্তি। রাস্তায় যানবাহন না থাকায় অফিস ও স্কুলগামী যাত্রীরা পড়েন বিপাকে। অনেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে। দূরপাল্লার যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে গাড়ির অপেক্ষা করেন দীর্ঘক্ষণ।
শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রশাসনের আশ্বাস ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্দেশে তারা ধর্মঘট স্থগিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয় পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনকে। তার মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা। গ্রেফতারকৃত রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এএআর/
Leave a reply