আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ আশরাফ হাকিমি

|

ছবি: সংগৃহীত

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজ দেশকে সেমিফাইনালে তুলে নেয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি। খবর দোহা নিউজের।

শনিবার (২১ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’তে মায়ের সঙ্গে হাজির হন হাকিমি। বিশ্বকাপে ফাইনাল খেলতে না পারলেও নিজেদের জাত চিনিয়েছে মরক্কো। আর এই অগ্রযাত্রায় বড় নায়ক ছিলেন মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি। মেসি-নেইমারদের সাথে তিনি খেলছেন লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির হয়ে।

২৪ বছর বয়সী মরোক্কান এই রাইটব্যাক পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, মায়ের সাথে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্যারিস সেন্ট জার্মেই এবং আমার দেশ মরক্কোকে।

আরও পড়ুন: দিবালার নৈপুণ্যে রোমার জয়; জরিমানার পর পয়েন্ট খোয়ালো য়্যুভেন্তাস

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply