সোমালিয়ায় জঙ্গি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে এরইমধ্যে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। খবর রয়টার্সের।
দেশটির কতৃপক্ষ জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ নেয়। পুলিশের গুলিতে মারা যান ছয় হামলাকারী। রোববার (২২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর নাগাদ রাজধানী মেগাদিশুর মেয়রের ভবনে বোমা বিস্ফোরনের পর চালানো হয় হামলা। যেটি সোমালিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে দেড় কিলোমিটার দূরে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। দেশটির প্রেসিডেন্ট গেলো আগস্টে জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে আক্রমণ শুরু করে আল কায়েদার সাথে সংশ্লিষ্ট আল শাবাব নামের এই সংগঠন।
/এমএন
Leave a reply