বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ জানুয়ারি) এইচএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা এই আন্দোলন মিছিল করে।
এ সময় তারা প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান করেন। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির পরীক্ষার সুযোগ চাওয়া কোনো অন্যায় নয়। উচ্চ শিক্ষা বিস্তৃত করা দরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষাকে বিস্তৃত না করে সংকুচিত করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে গিয়ে মারধর ও হুমকির সম্মুখীন হতে হয় বলে এ সময় উল্লেখ করেন শিক্ষার্থীরা।
/এমএন
Leave a reply