ভারতের তামিলনাড়ুতে মেলা চলাকালীন একটি ক্রেন উল্টে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার (২২ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তামিলনাড়ুর রানিপেট জেলায় ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, ওই জেলার একটি মন্দিরকে কেন্দ্র করে চলছিল মেলা। সেখানে আলোকসজ্জার কাজে ব্যবহৃত ক্রেনটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় ভিড়ের মধ্যে। দুর্ঘটনার সময় ক্রেনের আশপাশে প্রায় ১৫০০ জন পুণ্যার্থী ছিলেন। তড়িঘড়ি করে পালাতে গিয়ে তাদের মধ্যে চারজন ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
— Dripto Das (@DriptoDas) January 23, 2023
এরই মধ্যে ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মধ্যে তিনজনের নাম-পারচয় জানা গেলেও একজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এসজেড/
Leave a reply