নড়াইল প্রতিনিধি:
নড়াইলে রাজমিস্ত্রি ইয়াসিন হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। জানান, গ্রেফতার হওয়া দু’জন প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যা (২০) মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে পার্শ্ববর্তী হিজলডাঙ্গায় মেলা দেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ৬ দিন পর গত রোববার দুপুরে সদরের শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে ইয়াসিন মোল্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে একইদিন রাতে ডিবি পুলিশ ইয়াসিনের বন্ধু কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মফিজ খাঁনের পুত্র হাসিব খাঁন (২০) ও কুদ্দুস মোল্যার পুত্র হোসাইন মোল্যাকে নড়াইল ও যশোর থেকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তিতে সোমবার সকালে আলোকদিয়া গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে ইয়াসিনকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও যশোরের শার্শা থানার খাজুরা গ্রাম থেকে অপর আসামি মো. আমিনের বাড়ি থেকে ইয়াসিনের ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজমিস্ত্রি ইয়াসিন নিখোঁজের ঘটনায় তার বোন শিরিনা খানম নড়াইল সদর থানায় একটি জিডি করেন। এ মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, সদর থানার ওসি মো. মাহবুবুর রহমান, ওসি (ডিবি) সাহেদুর রহমান প্রমুখ।
ইউএইচ/
Leave a reply