ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স

|

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পে‌য়ে‌ছে বা‌পেক্স। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দি‌কে ভোলা সদর উপ‌জেলার প‌শ্চিম ই‌লিশায় ভোলা নর্থ-২ এর নতুন কূপ খনন শে‌ষে পরীক্ষামূলকভা‌বে আগুন প্রজ্জলন ক‌রা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন বাপেক্সের ব্যবস্থাপনা প‌রিচালক মো. আলী।

তিনি জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে পরীক্ষামূলকভা‌বে আগুন প্রজ্জ্বলন করা হ‌য়ে‌ছে। আমরা প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌ছি, এ কূপ থেকে দৈ‌নিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হ‌বে। ত‌বে, ৭২ ঘণ্টা পর আমরা নি‌শ্চিত হ‌তে পার‌বো যে এ কূ‌পে ঠিক কী প‌রিমাণ গ্যাস মজুদ র‌য়ে‌ছে।

প্রসঙ্গত, নতুন এ কূপটি ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply