ভেলেজ সার্সফিল্ড ক্লাবের হয়ে খেলা ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ তুর্কি ম্যাক্সিমো পেরোনেকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ৮০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফিতে প্রতিভাবান এই তরুণকে দলে ভেরায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ড থেকে পেরেনোকে দলে নেয়ার খবর সোমবার (২৩ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে ম্যানসিটি। ২০ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।
মাত্র গত বছরের মার্চে পেশাদার ফুটবলে পা রাখেন পেরোনে। বুয়েনস আইরেসের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে ৩৩ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন দুটি। গত বছর কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে সার্সফিল্ডের ওঠায় উল্লেখযোগ্য অবদান ছিল পেরোনের।
এর আগে, পেরোনেকে দলে ভেড়াতে বিশ্বের অন্যতম হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওলা তিন তিনবার ফোন করেছিলেন বলে জানান সার্সফিল্ডের সভাপতি সার্জিও রাপিসারদা। পেরোনের বাইআউট ক্লজ ছিল ৭.৫ মিলিয়ন ইউরো। তবে সার্সফিল্ড এই অর্থের বিনিময়ে তাদের খেলোয়াড়কে ছাড়তে চাইছিল না।
/আরআইএম
Leave a reply