নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সামরিক শাখা প্রধান রনবীর ও তার সহযোগী বাশারকে কক্সবাজারের কুতুপালং থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, বান্দরবানের থানছি, রুমা, রোয়াংছড়ির পাহাড়ে ক্যাম্প স্থাপন করেছে তারা। সেখানে ৫০ জনের বেশি সদস্য সামরিক প্রশিক্ষণ নিয়েছে। কুকি চিনের কাছ থেকে অস্ত্র পেয়েছে তারা। সারাদেশ থেকে সদস্য সংগ্রহ করেছে এই জঙ্গি সংগঠন। তবে রোহিঙ্গাদের থেকে সদস্য নেয়ার তথ্য এখনো নিশ্চিত নয়।
র্যাব জানায়, মসজিদ-মাদরাসা করার কথা বলে সাধারণ মানুষের কাছে থেকে অর্থ সংগ্রহ করছে এই সংগঠনটি। এখনো লক্ষ্য ঠিক না করলেও হামলার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতেই সামরিক প্রশিক্ষণ নিতে প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটি।
ইউএইচ/
Leave a reply