ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের সামনে পাত্তাই পেল না আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে এক গোল হজম করে ব্রাজিলের কাছে ৩–১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল।

কলম্বিয়ায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই আসরে একই গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনার যুবাদের কোচের দায়িত্বে আছেন সাবেক তারকা ফুটবলার হাভিয়ের মাচেরানো। আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দল প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২–১ গোলে হেরেছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

ব্রাজিলকে ম্যাচের ৮ মিনিটে গোল এনে দেন করিন্থিয়ান্স মিডফিল্ডার গিয়ের্মে বিরো। থ্রো থেকে বক্সে জটলার ভেতর দাঁড়িয়ে বাঁ পায়ের সাইডভলিতে গোল করেন বিরো। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু আলবিসেলেস্তে অধিনায়ক ও অ্যাটাকিং মিডফিল্ডার জিনো ইনফান্তিনোর স্পটকিক রুখে দেন ব্রাজিলের গোলকিপার মাইকায়েল। এরপর ৩৬ মিনিটে একক নৈপুণ্যে গোল করেন জানুয়ারির শুরুর দিকে চেলসিতে যোগ দেয়া মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। প্রায় মাঝমাঠে বল পেয়ে দারুণ এক মুভে বল জালে জড়ান সান্তোস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। বিপরীতে, আর্জেন্টিনা পাল্টা আক্রমণ শানাতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর্জেন্টিনার লাউতারো দি লোলো ফাউল করেন ব্রাজিলের ভিক্টর রকিকে। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩–০ করেন রকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন ডেভিড গঞ্জালেস। ৩-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা।

২ ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপের দুই নম্বরে উঠলো ব্রাজিল (২ ম্যাচে ৬ পয়েন্ট)। ২ ম্যাচ খেলে জয়শূন্য আর্জেন্টিনা আছে চারে (০ পয়েন্ট)। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply