আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

|

ছবি: সংগৃহীত

বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি। একমাত্র বাংলাদেশি হিসেবে সেখানে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে মহাকাব্যিক ইনিংস ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন তিনি।

এই দলটির নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একাদশে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের টম ল্যাথাম। টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশের পর ওয়ানডে একাদশেও সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। তবে, জায়গা পাননি ভিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং জস বাটলারের মতো খেলোয়াড়রা।

ছবি: সংগৃহীত

বোলিংয়ে দারুণ পারফরমেন্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখিয়েছেন মিরাজ। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরমেন্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন মিরাজ। তাতে ছিল একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি।

বর্ষসেরা ওয়ানডে একাদশে সুযোগ পায়নি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ২ জন করে খেলোয়াড় জায়গা পেয়েছে এই একাদশে।

বর্ষসেরা ওয়ানডে একাদশ:

বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply