ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সাথে, ইরান সরকারের সাথে সংশ্লিষ্ট ৩৭ ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করার বিষয়েও সম্মতি দিয়েছে জোটটি। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আদালতের সিদ্ধান্ত ছাড়া সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না বলে জানানো হয়।
সোমবার (২৪ জানুয়ারি) ব্রাসেলসে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে তেহরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর রাইসি প্রশাসনের দমনপীড়নের তীব্র নিন্দা জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ডের জেরেই তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বলে জানিয়েছে ইইউ।
সম্প্রতি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রচেষ্টা স্থবির হয়ে পড়লে তেহরানের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ইইউয়ের। এরপর বেশ কয়েকজন ইউরোপীয় নাগরিককে আটক করলে আরও অবনতি ঘটে পরিস্থিতির।
/এসএইচ
Leave a reply