টেক্সাসে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো

|

দুর্যোগের ফলে ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ছবি : সংগৃহীত

ভয়াবহ টর্নেডো ও ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। মঙ্গলবারের (২৪ জানুয়ারি) ওই দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেছে প্যাসাডিনা, ডিয়ার পার্কসহ বেশ কয়েকটি শহর। খবর এনবিসি নিউজের।

খবরে বলা হয়েছে, দুর্যোগের ফলে ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ। টর্নেডোর প্রভাবে চলছে ভারী বৃষ্টিপাত। তৈরি হয়েছে জলাবদ্ধতা।

এদিকে এমন অবস্থা বিবেচনায় নিয়ে দুর্যোগ কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। দুর্যোগ কবলিতদের সরিয়ে নেয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। তাদের মাঝে সরবরাহ করা হচ্ছে খাবার ও সুপেয় পানিসহ জরুরি ত্রাণ সহায়তা। এবারের দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply