নেভাদায় নতুন করে ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করবে টেসলা

|

ছবি : সংগৃহীত

নেভাদায় কারখানা সম্প্রসারণে ৩৬০ কোটি ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) নিশ্চিত করা হয় এ তথ্য। খবর ফোর্বসের।

কর্তৃপক্ষ জানায়, নেভাদায় দুটি কারখানা সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় নিয়োগ দেয়া হবে আরও ৩ হাজার লোকবল। মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির গাড়ি নির্মাণ করা হবে কারখানাগুলোতে।

এখানে বার্ষিক গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ। তীব্র আর্থিক সংকটের মাঝেই বিশাল অঙ্কের এ বিনিয়োগের সিদ্ধান্ত আলোড়ন তুলেছে। এর আগে ২০১৪ সালে নেভাদার এই গিগা ফ্যাক্টরিতে ৬২০ কোটি ডলার বিনিয়োগ করেছিল টেসলা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply