প্রায় সাড়ে ১৩ কোটি ডলার সমমূল্যের বিশাল কোকেইনের চালান আটক করেছে কলম্বিয়ার নৌবাহিনী। সোমবারের অভিযানে জব্দ করা হয় এ মাদকদ্রব্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিয়মিত টহলকালে একটি সাবমারসেবল জাহাজ শনাক্ত করে নেভি সদস্যরা। পরে টাগবোট নিয়ে জাহাজের কাছে পৌঁছে আটকে দেয় চালানটি। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে চার ক্রুসহ ৪ টনের বেশি কোকেইন।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ আশপাশের দেশগুলোতে পাচার করা হচ্ছিল সেগুলো। এ ঘটনায় তদন্ত চলছে। মাদকের স্বর্গরাজ্য খ্যাত কলম্বিয়ায় প্রায়ই আটক হয় মাদকের বড় বড় চালান। কেবলমাত্র চলতি মাসেই ১০ টনের বেশি কোকেইন জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
ইউএইচ/
Leave a reply