পদ্মা সেতুতে বাইক চলাচল: সরকারের পদক্ষেপ দেখে দুই মাস পর আদেশ

|

পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলে সরকার কী পদক্ষেপ নেয় তা দেখে দুই মাস পর আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (২৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ২০২২ সালের ২৬ জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করা হলে আদালত আজ শুনানিতে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply