লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণহানি ৮ আফ্রিকান অভিবাসীর

|

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন আফ্রিকান অভিবাসী। উদ্ধার করা হয়েছে আরও ১০০ জনকে। খবর রয়টার্সের।

বুধবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানায়, এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড়শ অভিবাসী নিয়ে লিবিয়ার উপকূলের দিকে যাচ্ছিলো নৌকাটি। ধারণা করা হচ্ছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিলো নৌকাটিতে। আর তাতেই ঘটেছে এ দুর্ঘটনা।

মহামারি কালীন আফ্রিকানদের মাঝে অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতা কয়েকগুণ বেড়েছে। উত্তাল ভুমধ্যসাগর অতিক্রম করতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply