অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বিশাল ব্যবধানে জিততে হতো বাংলাদেশের নারীদের। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারালেও অল্পের জন্য সেমিফাইনাল খেলা হলো না তাদের।
আরব আমিরাতে দেয়া ৭০ রানের লক্ষ্যে মাত্র ৯ ওভার ১ বলে জিতলেও অস্ট্রেলিয়ার থেকে রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো বাংলাদেশের। দুই দলের পয়েন্ট সমান ৬ হলেও বাংলাদেশের রানরেট ১.২২৬ ও অস্ট্রেলিয়ার রানরেট ২.২১০ থাকায় বাদ পড়তে হলো বাংলাদেশের।
৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। শুরুতে ২ রানের মাথায় আউট হন ওপেনার মিষ্টি সাহা। তিনে নামা স্বর্ণা আক্তারকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন আরেক ওপেনার আফিফা প্রত্যাশা। ১৫ রানে প্রত্যাশা আউট হলে দু’জনের ১৯ রানের জুটি ভেঙে যায়। তার আউটের পরপরই সাজঘরে ফিরে যান সুমাইয়া আক্তার।
২২ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন স্বর্ণা ও রাবেয়া খান। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন দু’জনে। তবে জয় পেতে যখন বাংলাদেশের ২ রান প্রয়োজন তখন ব্যক্তিগত ১৪ রানে আউট হন রাবেয়া। এই ব্যাটারের আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান দলের সর্বোচ্চ ৩৮ রান করা স্বর্ণাও। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরেন মারুফা আক্তার-রাবেয়ারা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন মারুফা। তবে তৃতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করে লাভানিয়া কেনি ও মাহিকা গৌড়। রিয়া আক্তার শিখার বলে ১৭ রানে মাহিকা এলবিডব্লিউ হলে ম্যাচে আর দাঁড়াতে পারেনি আরব আমিরাত।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৬৯ রান করতে পারে তারা। ১৪ রানে ৩ উইকেট নেন রাবেয়া।
/এনএএস
Leave a reply