পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। বুধবার (২৫ জানুয়ারি) ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেলো আরও দুই ফিলিস্তিনির। খবর আরব নিউজের।
খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমে অভিযানের সময় হত্যা করা হয় এক ফিলিস্তিনি কিশোরকে। নিহত ১৭ বছর বয়সী মোহাম্মদ আলির হাতে অস্ত্র ছিল বলে অভিযোগ করলেও, পরে জানা যায়, তা ছিল খেলনা পিস্তল।
অন্যদিকে পশ্চিম তীরেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন একজন। ইহুদি সেনার ওপর ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এ নিয়ে চলতি বছরের প্রথম ২৫ দিনে ইসরায়েলি আগ্রাসনে ২০ ফিলিস্তিনির প্রাণহানি হলো।
এছাড়া বুধবার শুয়াফাত শরণার্থী শিবিরে অভিযান চালায় প্রায় ৩০০ ইসরায়েলি সেনা। গুড়িয়ে দেয় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য উদয় তামিমির বাড়ি। গত বছর জেরুজালেমের তল্লাশি চৌকিতে এক ইসরায়েলি নারী সেনাকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এএআর/
Leave a reply