লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়ে ফাইনালে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল তিনটি করেন মার্কাস রাশফোর্ড, ভাউট বেহর্স্ট ও ব্রুনো ফার্নান্দেস।
প্রতিপক্ষের মাঠ দ্যা সিটি গ্রাউন্ডে বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যামের বিপক্ষে খেলতে নামে এরিক টেন হাগের দল। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ছন্দে এগিয়ে চলা মার্কাস রাশফোর্ডের একক নৈপুণ্যে চোখে লেগে থাকার মতো এক গোলে লিড পায় রেড ডেভিলরা। পাল্টা আক্রমণে কঠিন চ্যালেঞ্জ জানালেও ম্যানইউর শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট।
অন্যদিকে, ম্যাচের ৪৫ মিনিটে রেড ডেভিলদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট বেহর্স্ট। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধেও বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ শানায় টেন হাগের শিষ্যরা। ম্যাচের শেষ দিকে রেড ডেভিলদের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
বিশ্বকাপ বিরতির পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১০ বার জালের দেখা পেলেন ২৫ বছর বয়সী ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২৯ ম্যাচে তার গোল সংখ্যা ১৮টি।
/আরআইএম
Leave a reply