মেয়ের শ্লীলতাহানি, কলকাতায় প্রতিবাদী বাবাকে পিটিয়ে হত্যা

|

মেয়েকে অশ্লীল ভাষায় কটূক্তি করছিল কয়েকজন যুবক। তখন তার প্রতিবাদ করেছিলেন মেয়েটির বাবা। এই প্রতিবাদ করতেই মেয়ের সামনে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার হাওড়া জেলার শ্যামপুরে। খবর হিন্দুস্থান টাইমসের।

গত রোববার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় সাইকেল চড়ে টিউশন পড়ে ফিরছিল দশম শ্রেণির এক ছাত্রী। তার অভিযোগ, বাড়ির কাছেই তিন যুবক ওই ছাত্রীর পথ রোধ করে। তাকে কটূক্তি করে। তার শ্লীলতাহানিরও চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছায় তারা বাবা।

বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে তার ওপর আক্রমণ করে ওই যুবকরা। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবাকে বহুক্ষণ ধরে পেটানোর পর এক সময় তার শরীর স্থির হয়ে যায়। তখন ওই যুবকরা পাশের ঝোপে তার দেহ ফেলে রেখে পালিয়ে যায়। এরপর স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই তিন যুবক এলাকারই বাসিন্দা। তাদের দৌরাত্ম্য এলাকায় বাস করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।

এই ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তিনজনের মধ্যে দু’জন ভাই। তাদের একজন গ্রেফতার হয়েছে। বাকি দু’জন এখনো পলাতক রয়েছে।

ইউএইচ/




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply