আল মারকাজুল ইসলামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে মানিকগঞ্জে ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রতিষ্ঠানটির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মামুন জানান, শহিদুল ইসলাম শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার মানিকগঞ্জ সদরে নিজের প্রতিষ্ঠা করা দুটি মাদরাসা পরিদর্শনে যান শহিদুল ইসলাম। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আব্দুর রহমান জানান, শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে আল মারকাজুল ইসলামের প্রধান কার্যালয়ে তার মরদেহ নেয়া হয়েছে। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা হবে। মরদেহ কেরানীগঞ্জের আল মারকাজুল ইসলাম একাডেমিক সিটিতে দাফন করা হবে।
মুফতি শহীদুল ইসলাম নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য। করোনা মহামারি শুরুর পর থেকে আল মারকাজুল ইসলামী এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২০ জনের মতো মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করে থাকে।
/এম ই
Leave a reply