মিয়ানমারে আফিম উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে: জাতিসংঘ

|

মিয়ানমারে আফিমের উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের উৎপাদন বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, সেনা অভ্যুত্থানের পর ২০২২ সালে দেশটিতে ৮০০ মেট্রিক টন আফিম উৎপাদিত হয়েছে। ২০২১ সালে যা ছিল ৪২৩ মেট্রিক টন।

সংস্থাটির মাদক এবং অপরাধ বিষয়ক কার্যালয়ের দাবি, উৎপাদন বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো, দেশটির দারিদ্র্য, অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তা। চলমান অর্থনৈতিক মন্দায় উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে কৃষকরা বাধ্য হয়েই আফিম চাষে ঝুঁকেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর তহবিলের প্রধান উৎস পপি চাষ।

তাছাড়া আন্তর্জাতিক বাজারে হেরোইন তৈরিতে আফিমের চাহিদাও এর উৎপাদন বৃদ্ধির আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। মিয়ানমারে উৎপাদিত আফিমের বাজার মূল্য বর্তমানে বছরে ২০০ কোটি ডলার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply