২০২৪ সালের কোপা আমেরিকা আয়োজিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের পাশাপাশি যৌথভাবে কোপা আমেরিকা আয়োজন করবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ামক সংস্থা কনকাকাফ। ২০২৪ সালের এই টুর্নামেন্টে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে।
এই নিয়ে দ্বিতীয়বারের মত মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকার আসর। এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিলো শেষ কোপার আসর। সে বারের ফাইনালে টাইব্রেকারে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো চিলি।
২০২৪ সালের টুর্নামেন্টে অংশ নিবে কনমেবলের ১০ টি ও কনকাকাফ অঞ্চলের ৬ টি দেশ। ২০২১ সালের শেষ আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিলো মেসির আর্জেন্টিনা। সেটিই ছিল দেশের হয়ে মেসির প্রথম ট্রফি।
/আরআইএম
Leave a reply