টিকে থাকার লড়াইয়ে সিলেটকে ১৭৫ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

|

ছবি: সংগৃহীত

আসরে নিজেদের অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

৮ ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে থাকা চট্টগ্রামের সামনে শেষ চার ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে মাঠে নেমেও শুরুতে ধাক্কা খায় চট্টলার দলটি। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উসমান খানকে হারিয়ে বসে তারা। জাকিরের হাতে উসমানকে সাজঘরের পথ দেখান মাশরাফী।

এরপর ২য় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন মেহেদী মারুফ আর আফিফ হোসেন। ৩৪ রান করে আফিফকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির।

দুই রানের মধ্যে ফেরেন অর্ধশতক করা মেহেদী মারুফও। ৪০ বলে ৫২ রান করা মারুফ হাঁকিয়েছে দু’টি ছয় আর ৭টি চারের মার। একই ওভারে ম্যাক্স প্যাট্রিক আর ৯৭ রানে কার্টিস ক্যাম্ফার রান আউট কাটা পড়লে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম।

এরপর একাই লড়াই চালিয়ে যান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তার ২৯ বলে করা অপরাজিত ৫৪ রানে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানে থামে চট্টগ্রামের ইনিংস। যেখানে ৩টি করে চার আর ছয় হাঁকিয়েছেন শুভাগত।

/এ এইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply