আসল নোবেল পুরস্কার পাননি অমর্ত্য সেন, বিশ্বভারতী উপাচার্যের এমন মন্তব্যের পর মুখ খুললেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ।
অমর্ত্য সেন বললেন, আদর্শগত ভিন্নতা বা বিরোধী মতের কারণে দিল্লির কিছু মানুষ আমাকে পছন্দ করেন না। খবর এবিপি আনন্দের।
দুই দিন আগেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেন, নোবেল কমিটির দেয়া পাঁচটি বিষয়ের মধ্যে নেই অর্থনীতি। নোবেলের স্মৃতিতে সুইডিশ ব্যাঙ্কের টাকায় দেয়া হয় এই পুরস্কার। বেআইনিভাবে বিশ্বভারতীর কিছু জমি দখল করে রয়েছেন অমর্ত্য সেন, এমন অভিযোগও করেন তিনি। জানিয়েছেন, জমি ফেরত না দিলে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে অমর্ত্য সেনকে চিঠিও দেয়া হয়েছে।
বিদ্যুৎ চক্রবর্তী আরও জানান, অমর্ত্য সেন সম্মানিত ব্যক্তি হলেও উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করা তার কর্তব্য। এদিকে, অমর্ত্য সেন জানান, জমি দখলের ঘটনা হয়নি।
অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি অমর্ত্য সেন।
/এমএন
Leave a reply