বিপিএল ছেড়ে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের দেশে হাজির হতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, বিপিএলের চলতি আসরের সব দলেই আছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মূল একাদশে খেলেন ৩ পাকিস্তানি ক্রিকেটার। তবে, পাকিস্তানি ক্রিকেটাররা চলে গেলেও বেগ পেতে হবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
গুঞ্জন শোনা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলতে আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই মহাতারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। মূলত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে রাসেল ও নারিনদের দল আবুধাবি নাইট রাইডার্স ছিটকে যাওয়ায় এই দুই ক্যারিবিয়ানকে দলে পাওয়ার সম্ভাবনা উঁকি দেয়।
কুমিল্লার হয়ে গেলোবার বিপিএলেও মাঠ মাতিয়েছেন নারিন। এবার তার সঙ্গে যোগ হচ্ছেন তার স্বদেশি রাসেল। এই দুই ক্যারিবিয়ান ছাড়াও আরও দুই বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে চাচ্ছে কুমিল্লা। তবে, তাদের নাম এখনও জানা যায়নি।
/আরআইএম
Leave a reply