জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ধরপাকড়, অন্তত ৫০ ফিলিস্তিনি আটক

|

সম্প্রতি ৭ ইসরায়েলি নিহতের পর ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইহুদি বাহিনী। ছবি : সংগৃহীত

পূর্ব জেরুজালেমে সিনাগগের সামনে হামলায় ৭ ইসরায়েলি নিহতের ঘটনার পর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইহুদি বাহিনী। এ পর্যন্ত তারা আটক করেছে প্রায় অর্ধশত ফিলিস্তিনিকে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, শুক্রবারের (২৭ জানুয়ারি) ওই হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে। ঘটনার পরদিন শনিবার (২৮ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। জেরুজালেমের সিলওয়ানে ইহুদি বাবা-ছেলের ওপর হামলা চালানোর অভিযোগে তাকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের অভিযান ও হতাহতের ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে অঞ্চলটির পরিস্থিতি। পরদিন শুক্রবার ফিলিস্তিনিদের হামলায় ৭ ইসরায়েলি নিহত হয়। এরপরই নিরাপত্তা জোরদার করা হয় পুরো অঞ্চলে। কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই শুরু হয়েছে ধরপাকড়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply