রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের হামলায় নিহত ১৪, আহত ২৪

|

হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রটি। ছবি: সংগৃহীত

রুশ নিয়ন্ত্রিত এলাকা নোভাইদারে ইউক্রেনের হামলায় একটি হাসপাতালে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। শনিবারের (২৮ জানুয়ারি) ওই অভিযানে গুরুতর আহত হয় আরও ২৪ জন। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলে মার্কিন মিসাইল সিস্টেম হাইমার্স থেকে টানা হামলা চালায় ইউক্রেনীয় সেনাবহর। তাতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্র। হতাহতদের মধ্যে রোগী ছাড়াও রয়েছেন হাসপাতাল কর্মীরা।

মস্কোর অভিযোগ, বেসামরিক স্থাপনায় এমন হামলা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবিও তুলেছে তারা। অবশ্য, হামলার ব্যাপারে কিছু স্বীকার করেনি ইউক্রেনীয় সরকার। উল্টো তাদের বক্তব্য যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের অভিযান পরিচালনার ছক কষছে রাশিয়া। কারণ, দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া পুতিন প্রশাসন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply